ঢাকা
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:০৮
প্রকাশিত : নভেম্বর ৩০, ২০২৫
আপডেট: নভেম্বর ৩০, ২০২৫
প্রকাশিত : নভেম্বর ৩০, ২০২৫

আগামীকাল থেকে সেন্টমার্টিনে রাত্রিযাপনের সুযোগ

দীর্ঘ প্রতীক্ষার পর আগামীকাল সোমবার (১ ডিসেম্বর) থেকে কক্সবাজার–সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল পুনরায় শুরু হচ্ছে। ডিসেম্বর ও জানুয়ারি—দু’মাস পর্যটকদের রাত্রিযাপনের সুযোগ থাকলেও দৈনিক সর্বোচ্চ দুই হাজার পর্যটকই দ্বীপে যেতে পারবেন। এ ছাড়া সরকারের জারি করা ১২টি নির্দেশনা কঠোরভাবে মানতে হবে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো: শাহিদুল আলম জানান, কক্সবাজারের নুনিয়ারছড়া জেটিঘাট থেকে সকাল ৭টায় পর্যটকবাহী জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যাবে এবং পরদিন বিকেল ৩টায় ফেরত আসবে। এমভি কর্ণফুলি এক্সপ্রেস, এমভি বারো আউলিয়া, কেয়ারি সিন্দাবাদ ও কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন—মোট চারটি জাহাজ চলাচলের অনুমতি পেয়েছে।

পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে বিআইডব্লিউটিএ এবং পরিবেশ অধিদফতর পর্যটকসংখ্যা নিয়ন্ত্রণ, তল্লাশি, অনলাইন টিকিটসহ ট্রাভেল পাস ও কিউআর কোড বাধ্যতামূলক করেছে। দ্বীপে শব্দ, আলো, বারবিকিউ, কেয়াবনে প্রবেশ এবং প্রবাল–কাছিম–সামুদ্রিক জীববৈচিত্র্যের ক্ষতি—সবই নিষিদ্ধ থাকবে। প্লাস্টিক ও পলিথিন ব্যবহারের বিষয়ে কঠোর নজরদারি থাকবে। এসব নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে সেন্টমার্টিনের নাজুক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা এবং দায়িত্বশীল পর্যটন নিশ্চিত করার লক্ষ্য নিয়েছে কর্তৃপক্ষ।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram