

চট্টগ্রামের মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের ধাক্কায় দুই যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৩ জন। বুধবার (২৮ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রামের মহাসড়কের বড়তাকিয়া বাজারের জাহেদিয়া মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলে প্রাণ হারান মাদ্রাসা শিক্ষার্থীসহ ২ জন, আহত হয়েছেন ৩ জন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। অন্যদিকে দুর্ঘটনার পর চট্টগ্রামমুখী লেনে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
এদিকে, চট্টগ্রাম জেলা সহকারী পুলিশ সুপার জানান, দুর্ঘটনার বিষয়টি দেখে তিনি ফায়ারসার্ভিস ও থানা পুলিশ খবর দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ারসার্ভিস ও হাইওয়ে পুলিশ।

