ঢাকা
২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৩৩
প্রকাশিত : জানুয়ারি ২৬, ২০২৬
আপডেট: জানুয়ারি ২৬, ২০২৬
প্রকাশিত : জানুয়ারি ২৬, ২০২৬

কারাগার থেকেই ভোটের লড়াই: বরিশাল–৩ আসনে টিপুকে ঘিরে ভিন্ন নির্বাচনী সমীকরণ

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল–৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনে বইছে এক ভিন্নধর্মী নির্বাচনী হাওয়া। এ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকায় রয়েছেন সাবেক ৩ বারের সংসদ সদস্য, বর্তমানে কারাগারে বন্দি একজন প্রার্থী। ফলে নির্বাচনী মাঠে সৃষ্টি হয়েছে ‘কারাগার বনাম মাঠের’ ব্যতিক্রমী এক লড়াই, যা স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।

কারাবন্দি এই প্রার্থী হলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু। জাতীয় পার্টি মনোনীত এই লাঙ্গল প্রতীকের প্রার্থী বর্তমানে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

দাখিলকৃত হলফনামা অনুযায়ী, ৫ আগস্টের পর তার বিরুদ্ধে মোট ১১টি মামলা রয়েছে। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, নির্বাচনের আগে জামিন না পেলে সমর্থক ও আত্মীয়স্বজনই তার পক্ষে মাঠে সক্রিয়ভাবে প্রচারণা চালাবেন। তাদের আশা, কারাবন্দি প্রার্থীর প্রতি সাধারণ মানুষের সহানুভূতি ভোটের ফলাফলে ইতিবাচক প্রভাব ফেলবে।

উল্লেখ্য, শুরুতে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে তার দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত বিষয়ে প্রার্থিতা স্থগিত করা হলেও পরবর্তীতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার যাচাইয়ে নিশ্চিত হয়—গোলাম কিবরিয়া টিপুর কোনো দ্বৈত নাগরিকত্ব নেই। এতে তার প্রার্থিতা পুনরায় বৈধতা পায় এবং কর্মী-সমর্থকদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে আসে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ‘মুক্তি’ না মিললেও কারাগার থেকেই তিনি নির্বাচনী লড়াইয়ের নেতৃত্ব দেবেন।

নির্বাচনী আইন অনুযায়ী, কোনো ব্যক্তি যদি ফৌজদারি মামলায় অন্তত দুই বছর কারাদণ্ডে দণ্ডিত না হন, তাহলে তার নির্বাচনে অংশগ্রহণে আইনগত কোনো বাধা নেই। এ আইনি সুযোগেই বিচারাধীন মামলায় বন্দি অবস্থায়ও নির্বাচনে অংশ নিচ্ছেন গোলাম কিবরিয়া টিপু।

এ বিষয়ে বরিশাল জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. খাইরুল আলম সুমন বলেন, “মনোনয়নপত্র সংক্রান্ত সব বিষয় নির্বাচন আইন অনুযায়ী যথাযথভাবে যাচাই-বাছাই করা হয়েছে।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বরিশাল–৩ আসনে একাধিক হেভিওয়েট প্রার্থীর পাশাপাশি একজন কারাবন্দি প্রার্থীর অংশগ্রহণ এবারের নির্বাচনকে দিয়েছে ভিন্ন মাত্রা। বিষয়টি ভোটারদের মধ্যে এখন প্রধান আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে।

এদিকে টিপুর একমাত্র কন্যা হাবিবা কিবরিয়া বলেন, বিনা অপরাধে আমার বাবাকে এক বছরেরও বেশি সময় ধরে কারাগারে থাকতে হচ্ছে—যা অত্যন্ত দুঃখজনক। এটি রাজনৈতিক সহাবস্থানের ক্ষেত্রেও বড় একটি বাধা। তারপরও বাবার পক্ষে নির্বাচনি মাঠে প্রান্ত থেকে প্রান্তে ছুটে বেড়াচ্ছি। আলহামদুলিল্লাহ, জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। ইনশাল্লাহ জনগণের ভালোবাসায় বিপুল ভোটের ব্যবধানে বাবাকে বিজয়ী করে কারাগার থেকেই মুক্ত করে আনব।

কারাগারের ভেতর থেকেও একটি আসনের ভোটের লড়াই, বরিশাল–৩ আসনের এই নির্বাচন যে এবারের জাতীয় রাজনীতিতে আলাদা নজির গড়তে চলেছে, তা বলাই বাহুল্য।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram