

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: ঢাকা-বরিশাল সড়কের মাদারীপুরের ঘটকচরে সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাইকেরবাড়ী গ্রামের পাঁচ কৃষাণী নিহতের ঘটনায় তাদের বাড়িতে চলছে শোকের মাতম।
রবিবার (১৮) সন্ধ্যায় মাদারীপুরের ঘটকচরে সার্বিক পরিবহনের সাথে যাত্রীবাহী একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষে ঘটনাস্থলেই ৭ জন নিহত হয়। নিহতদের মধ্যে ৫ জন কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাইকেরবাড়ী গ্রামের বাসিন্দা ছিলেন। তারা সবাই নিজ গ্রাম থেকে মাদারীপুরে শ্রম বিক্রি করে বাড়ি ফিরছিলেন।
পাইকেরবাড়ী গ্রামের কলেজ ছাত্রী পান্না বাড়ৈ বলেন, আমাদের গ্রামের পলাশ বাড়ৈ’র স্ত্রী দুলালী বাড়ৈ (৪২), জয়ন্ত বাড়ৈ’র স্ত্রী অমিতা বাড়ৈ (৫৩), প্রকাশ বাড়ৈ’র স্ত্রী আভা বাড়ৈ (৬৫), রঞ্জিত বাড়ৈ’র স্ত্রী শেফালী বাড়ৈ (৪৫) ও পংকজ বিশ্বাসের স্ত্রী কামনা বাড়ৈ (৫০) রবিবার ভোরে দিনমজুরের কাজ করতে মাদারীপুর যায়। সেখান থেকে ইজিবাইকে ফেরার পথে ঘটকচর নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা সার্বিক পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৭ জন নিহত হয়। নিহতদের মধ্যে কোটালীপাড়ারই ৫ জন কৃষাণী ছিলেন।
ওই গ্রামের গৃহিণী কাজল বাড়ৈ বলেন, আমাদের এলাকার অনেকেই দিনমজুরের কাজ করতে মাদারীপুরের অনেক এলাকায় কাজ করতে যায়। রবিবার ভোরে দুলালী, অনিতা, আভা, শেফালী, কামনা কাজ করতে গিয়ে ফিরে এসেছে লাশ হয়ে। আমরা এলাকাবাসী নিহতদের পরিবারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দাবী করছি।
সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমর চাঁদ মৃধা খোকন বলেন, একই গ্রামে ৫ কৃষাণী নিহত হওয়ার ঘটনাটি খুবই হৃদয় বিদারক। নিহতদের মরদেহ গুলো রাতেই নিয়ে আসা হয়েছে। বর্তমানে শেষকৃত্যের কাজ চলছে।

