

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সন্দীপ পাড়ায় প্রবাসী আবদুল রশিদের স্ত্রী লিপি আক্তার (৩৮) রবিবার সকালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালের দিকে লিপি আক্তারকে তার নিজ বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করেন, কিন্তু তখন তার মৃত্যু নিশ্চিত হয়।
নিহতের ছোট ভাই বলেন, “আমার বোন কিছুটা মানসিক সমস্যায় ভুগছিল। তার তিনটি সন্তান রয়েছে। গতকাল সন্ধ্যায় সে ডাক্তারের কাছে গিয়েছিল। রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ার পর সে কি কারণে আত্মহত্যা করেছে, কেউ জানে না। সকালে ঘুম থেকে না উঠায় রুমের ভিতরে গিয়ে দেখি তার গলায় ফাঁস লাগানো।”
স্থানীয়রা জানান, লিপি আক্তারের আত্মহত্যার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। পরিবারের সদস্যরা মনে করছেন, এটি ব্যক্তিগত বা পারিবারিক সমস্যার কারণে হতে পারে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা বলেন, লিপি আক্তার খুব সহমর্মী ও শান্ত স্বভাবের মানুষ ছিলেন। এ ধরনের ঘটনা সবাইকে স্তম্ভিত করেছে।

