

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪৭, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবীতে গৌরীপুরে বুধবার (৫ নভেম্বর) বিকেলে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মনোনয়ন বঞ্চিত উপজেলা বিএনপি’র আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণের সমর্থকরা উপজেলা সদরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেইন এই আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন। ঘোষিত এই মনোনয়ন পরিবর্তনের দাবীতে সোমবার থেকে লাগাতার বিক্ষোভ মিছিল, সমাবেশ ও রেলপথ ও রাজপথ অবরোধ চলছে।
বিক্ষোভ মিছিলের পর সমাবেশে বক্তব্য দেন মনোনয়ন বঞ্চিত হিরণের স্ত্রী সাইদা মাসরুর। তিনি বলেন, ১৭ বছর যাবত আমার স্বামী আন্দোলন সংগ্রাম করেছেন, জেল-জুলুম খেটেছেন। বাড়ীঘরে ঘুমাতে পারেননি। বাড়ীঘর জ্বালিয়ে দিয়েছিলো ফ্যাসিস্ট সরকার। দলীয়ভাবে মনোনয়নের ৫টি ক্রাইটেরিয়া দেওয়া হয়েছিলো তার সবগুলো সে পূরণ করেছে। যাকে মনোনয়ন দেওয়া হয়েছিল সে কোন ক্রাইটেরিয়া পূরণ করেছে তা বিএনপি’র কাছে জানতে চাই।
গৌরীপুর পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান পলাশের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সদস্য সচিব সুজিত কুমার দাস, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ শাহজাহান সিরাজ, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি হুমায়ুন কবীর, সদস্য জিয়াউর রহমান জিয়া, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোঃ শহীদুল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাহজাহান আকন্দ সুমন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম পিয়াস প্রমুখ।
বিক্ষোভ মিছিলে পৌর শহরসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নারী ও পুররুষ সমর্থকরা উপস্থিত ছিলেন।

