

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম জান্নাত (২)। সে উপজেলার ১৬ নম্বর সাহেরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়া গ্রামের নুরুল আলম মেম্বার বাড়ীর যুবদল কর্মী ফখরুল ইসলামের একমাত্র মেয়ে। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ১ টার দিকে এই ঘটনা ঘটে।
শিশুর পিতা ফখরুল ইসলাম বলেন, ‘পরিবারের সবার অগোচরে জান্নাত বাড়ীর পুকুরে ডুবে যায়। পরে তার জুতা পুকুরে ভাসতে দেখে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে তার দেহ ভেসে উঠে। সেখান থেকে উদ্ধার করে ভোরের বাজারে চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হই।’
স্থানীয় বাসিন্দা কাজী মনির জানান, একমাত্র মেয়েকে হারিয়ে ভেঙ্গে পড়েছেন ফখরুল। মঙ্গলবার আসর নামাজের পর ভূঁইয়ারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে শিশু জান্নাতকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

