

মতিয়ার রহমান মধু, সাতক্ষীরা প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাম ঘোষণা শুরু করেন। এই ঘোষণায় সাতক্ষীরার চারটি আসনে দলটি থেকে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
এদিকে, সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা উপজেলা) এবং সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ ও আশাশুনি উপজেলা) এই দুটি আসনে যথাক্রমে আবদুল আলিম ও ডাঃ শহিদুল আলমের কর্মী-সমর্থকরা সোমবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা ও কালিগঞ্জ উপজেলা সদরে মশাল মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করে।
সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল আলীম ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শহীদুল আলম মনোনয়ন বঞ্চিত হওয়ায় রাতে বিক্ষােভ করেছেন তাদের কর্মী-সমর্থকরা। সোমবার (৩ নভেম্বর) রাতে সাতক্ষীরা শহরের বিনেরপোতা বিসিক মোড়ে আব্দুল আলীমের সমর্থকরা মশাল মিছিল এবং কালিগঞ্জ উপজেলার নলতায় ডা. শহীদুল আলমের সমর্থকরা বিক্ষোভ করেন। জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল আলীম সাতক্ষীরা-২ আসনে এবং ডা. শহীদুল আলম সাতক্ষীরা-৩ মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
জানা যায়, সোমবার রাতে সাতক্ষীরা শহরের বিনেরপোতা বিসিক মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন আব্দুল আলীমের সমর্থকরা। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিনেরপোতা মাছ বাজার মোড়ে গিয়ে শেষ হয়। এসময় হাতে মশাল নিয়ে শত শত নেতা-কর্মী ‘আব্দুল আলীমের ন্যায্য দাবি মানতে হবে’, ‘তৃণমূলের সিদ্ধান্ত উপেক্ষা চলবে না’ এমন স্লোগান দিতে থাকেন।
অংশগ্রহণকারীরা জানান, আব্দুল আলীম দীর্ঘদিন ধরে তৃণমূলের পাশে থেকে রাজনীতি করে আসছেন। তাঁর জনপ্রিয়তা ও নেতৃত্বের স্বীকৃতি না দিয়ে মনোনয়ন বঞ্চনা অন্যায় সিদ্ধান্ত। তাঁরা অবিলম্বে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান। মিছিলে সাতক্ষীরা সদর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। ঢাকায় বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়া অনলাইনে প্রার্থিতা ঘোষণার সময় সাতক্ষীরা-২ আসনে আব্দুল আলীমের নাম ঘোষণা করেন।
সাতক্ষীরা-১ আসনে কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা-২ আসনে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও আলিপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, সাতক্ষীরা-৩ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দীন এবং সাতক্ষীরা-৪ আসনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. মনিরুজ্জামানকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

