ঢাকা
৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১০:১১
প্রকাশিত : নভেম্বর ৪, ২০২৫
আপডেট: নভেম্বর ৪, ২০২৫
প্রকাশিত : নভেম্বর ৪, ২০২৫

ময়মনসিংহ-৩ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে হিরণ সমর্থকদের ট্রেনপথ অবরোধ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ১৪৭ ময়মনসিংহ-৩, গৌরীপুর আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেন আটকে রেখে রেলপথ অবরোধ ও শহরে বিক্ষোভ মিছিল হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশন রেললাইনে স্লিপার ফেলে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে আসনটির মনেনায়ন বঞ্চিত প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণের অনুসারীরা। এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রী নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন।

জানা গেছে, নেত্রকোণার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর হাওড় এক্সপ্রেস মঙ্গলবার সকাল ৯ টা ৩৩ মিনিটে গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশনে আসলে রেললাইনের ওপর স্লিপার ফেলে ট্রেনটি আটকে রেলপথ অবরোধ করে মনোনয়ন বঞ্চিত আহাম্মদ তায়েবুর রহমান হিরণের অনুসারীরা। এসময় হিরণের অনুসারীরা ইকবাল হোসাইনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে নানা স্লোগান দেয়। একপর্যায়ে অবরোধকারীরা রেললাইনে শুয়ে পড়ে। অবরোধ করে প্রায় ৩৭ মিনিট ট্রেনটি আটকে রাখে অবরোধকারীরা। খবর পেয়ে ময়মনসিংহ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ আখতার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম স্টেশনে এসে অবরোধকারীদের বুঝিয়ে শুনিয়ে রেললাইন থেকে সরিয়ে নেয়। পরে ১০ টা ১০ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে স্টেশন ত্যাগ করে।

এদিকে ইকবাল হোসাইনের মনোনয়ন পরিবর্তনের দাবীতে মঙ্গলবার দুপুরে আহাম্মদ তায়েবুর রহমান হিরণের স্ত্রী সাইদা মাশরুরের নেতৃত্বে নারী ও হিরণের অনুসারীরা পৌর শহরে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে সমাবেশ করে।

প্রতিবাদ সমাবেশে সাইদা মাশরুর বলেন, রাজনীতির কারণে আমার স্বামী সংসারটা ঠিকমতো করতে পারিনি। গত ১৭ বছরে জেলাখানা আর কোর্ট করেই সময় গেছে। শতাধিক মামলা তার বিরুদ্ধে। আজকে এই তার প্রতিদান। আমরা ধানের শীষ নিয়ে ব্যবসা করি না। আপনাদের কাছে অনুরোধ করবো আপনার মনোনয়ন বাতিল করেন। গৌরীপুরবাসীর চাওয়া হিরণকে মনোনয়ন দিন। এর আগে সোমবার মনোনয়ন ঘোষণার পরপরই রাতেই মনোনয়ন পরিবর্তনের দাবীতে হিরণের অনুসারীরা পৌর শহরে বিক্ষোভ মিছিল করে।

গৌরীপুর পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস বলেন, বিগত ১৭ বছর আন্দোলনে সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন হিরণ। তার বিরুদ্ধে শতাধিক মামলা। হিরণ হচ্ছে গৌরীপুর বিএনপির প্রাণ। মনোনয়ন পরিবর্তন করে হিরণকে মনোনয় দেয়া না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে।

সমাবেশে বক্তব্য বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস, উপজেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান তালুকদার, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি হুমায়ুন কবির প্রমুখ।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram