

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী শহরের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় রিয়াদ আলি শেখ (১৫) নামে এক কিশোর নিহত হয়েছেন। রবিবার রাজবাড়ী–শ্রীপুর সড়কের মোড়ে ইউ টার্ণ নেয়ার সময় রোড ডিভাইডারে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রিয়াদ আলি শেখ রাজবাড়ী সদর উপজেলার ধুলদি দাদশি এলাকার রহত আলি শেখের ছেলে। সে স্থানীয় কাদেরিয়া বেকারিতে চাকরি করতো।
জানা গেছে, দোকানের মালপত্র কিনতে তাকে পাঠানো হয়। পথে পরিচিত এক ব্যক্তির মোটরসাইকেলে উঠে শ্রীপুর থেকে বড়পুলের দিকে ফিরছিলেন রিয়াদ। পথে ফায়ার সার্ভিসের সামনে পৌঁছালে দুর্ঘটনাটি ঘটে। এতে রিয়াদ গুরুতর আহত হন। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

