ঢাকা
৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:২২
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৩, ২০২৫
আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০২৫
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৩, ২০২৫

শেরপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, আহত ৫

শেরপুরে মাইক্রোবাস, মোটরসাইকেল ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও অন্তত ৫ জন আহত হয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলা শহরের চকপাঠক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গৌরব (২৫) ও রনি (১২)। আহতদের মধ্যে শুভ ও মজনু নামে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাতে বেপরোয়া গতির একটি মাইক্রোবাসের সাথে মোটরসাইকেল ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী ও মোটরসাইকেল আরোহীরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গৌরব ও রনি নামে দুইজনকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেন, মাইক্রোবাসটিকে আটক করা হলেও চালক পালিয়ে যায়। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1840 474666 +880 1736 786915, 
+880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online), news.bdsangbad@gmail.com (print), ads.bdsangbad@gmail.com (adv) 
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram