প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ ডি-৮ শীর্ষ সম্মেলনের যোগ দেওয়ার আগে মিশরের কায়রোতে নতুন প্রেসিডেন্সিয়াল প্যালেস পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) প্রেসিডেন্সিয়াল প্যালেসে যান কায়রো সফররত প্রধান উপদেষ্টা।
সেখানে প্রাপ্ত এক বার্তায় বলা হয়, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে নতুন প্রেসিডেন্সিয়াল প্যালেসে স্বাগত জানিয়েছেন।
অধ্যাপক ইউনূস নতুন প্রেসিডেন্সিয়াল প্যালেস পরিদর্শন শেষে ওখানে রাখা দর্শনার্থী বইয়েও স্বাক্ষর করেন।