বায়ুদূষণের মাত্রা বিশ্বজুড়ে বাড়ছে, আর এর প্রভাব থেকে মুক্ত নয় ঢাকা শহরও। চলতি বছরের শুরু থেকেই রাজধানীর বাতাস দূষিত অবস্থায় রয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ
আজ শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকার বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার।
আইকিউএয়ারের প্রতিবেদনে দেখা যায়, বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডুতে, যার একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) স্কোর ১৯৯। তালিকার দ্বিতীয় স্থানে আছে ভারতের মুম্বাই (১৯৪), আর ১৯৩ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা।
আইকিউএয়ারের সূচক অনুযায়ী: ০-৫০, বাতাস ভালো; ৫১-১০০, মাঝারি মানের; ১০১-১৫০, সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর; ১৫১-২০০, সাধারণ মানুষের জন্যও অস্বাস্থ্যকর; ২০১-৩০০, খুবই অস্বাস্থ্যকর; ৩০১-৪০০, ঝুঁকিপূর্ণ, যা মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বর্তমানে ঢাকার বায়ুর মান ১৯৩ স্কোর নিয়ে ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে, যা শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের জন্য বিশেষভাবে ক্ষতিকর।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্যমতে, বায়ুদূষণের কারণে প্রতি বছর প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু ঘটে। দূষিত বাতাস স্ট্রোক, হৃদ্রোগ, ফুসফুসের ক্যানসার, শ্বাসযন্ত্রের সংক্রমণসহ নানা জটিল রোগের ঝুঁকি বাড়ায়।