ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দুটি নতুন ফরওয়ার্ড হেডকোয়ার্টার স্থাপনের পরিকল্পনা করছে। সোমবার (৫ মে) ভারতীয় গণমাধ্যমগুলোতে উঠে এসেছে এ তথ্য।
এতে বলা হয়, বাংলাদেশ-ভারত ও পাকিস্তান-ভারত সীমান্তে হেডকোয়ার্টার দুটি স্থাপন করা হবে। যুক্ত করা হবে ১৬টি নতুন ব্যাটালিয়ন। সেইসাথে নিয়োগ দেয়া হবে অতিরিক্ত ১৭ হাজার সীমান্তরক্ষী।
দেশটির গণমাধ্যমগুলো বলছে, একটি সদর দফতর জম্মুতে স্থাপন করা হবে, যা জম্মু ও পাঞ্জাবের ভারত-পাকিস্তান সীমান্তে তদারকি করবে। অপরটি স্থাপন করা হবে মিজোরামে। এতে নজরদারি করা যাবে বাংলাদেশ সীমান্ত।
কর্তৃপক্ষ জানায়, সীমান্ত নিরাপত্তা জোরদার করতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে। চূড়ান্ত অনুমোদন পর নতুন সেনা নিয়োগ শুরু করবে বিএসএফ। এ প্রক্রিয়ায় পাঁচ থেকে ছয় বছর সময় লাগতে পারে বলেও জানানো হয়।