

টাঙ্গাইল প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী ৪৭ প্রার্থীর প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। বুধবার দুপুরে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এ প্রতীক দেয়া হয়।
এসময় জেলা রিটার্নিং কর্মকর্তা শরীফা হক দলীয় প্রতীকসহ স্বতন্ত্র সকল প্রার্থীদের প্রতীক দেয়। তবে আগামীকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে প্রার্থীরা প্রচারণা শুরু করতে পারবেন৷
এসময় প্রার্থীরা প্রতীক পেয়ে জনকল্যাণের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উল্লেখ্য, জেলার ৮টি সংসদীয় আসনে ৬৫ প্রার্থী মনোনয়ন জমা দেয়। এর মধ্যে যাচাই বাছাই শেষে ২৮ প্রার্থীর মনোনয়ন বাতিল করে জেলা রিটার্নিং কর্মকর্তা। পরবর্তীতে নির্বাচন কমিশনে আপিল করে ১৮ জন প্রার্থী তাদের প্রার্থীতা ফিরে পান। গতকাল মঙ্গলবার ৯ জন মনোনয়নপত্র বাতিল করা হয়।

