

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলায় যৌথবাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তল, গোলাবারুদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় ডাকাত দলের একাধিক সদস্য পালিয়ে যায়।
মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মৌটুপি এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। এ সময় শিবপুর এলাকার পরিত্যক্ত একটি ইটভাটার ভবন থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি পিস্তলের অ্যামুনিশন, একটি সুইচ গিয়ার এবং ২৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য তিতাস থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, “গত রাতে শিবপুর এলাকার বন্ধ থাকা একটি ইটভাটার ভবন থেকে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত পিস্তলটি বিদেশি।”

