

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় সড়ক দুর্ঘটনায় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ট্রাক চাপায় তিন বছরের এক শিশু ঘটনাস্থলেই নিহত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার সীমান্তবর্তী এলাকা ২নং নরসিংপুর ইউনিয়নের নাসিমপুর বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নরসিংপুর ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মন্তাজনগর গ্রামের বাসিন্দা মো. রায়হান উদ্দিনের তিন বছর বয়সী শিশু সন্তান খেলাধুলার একপর্যায়ে রাস্তার পাশে চলে আসে। এ সময় মাটি কাটার কাজে নিয়োজিত একটি এস্কেভেটর থেকে মাটি উত্তোলনের ট্রাক অসাবধানতাবশত শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত শিশুর পরিবারের সদস্যদের আহাজারিতে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানা গেছে।

