ঢাকা
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:০১
প্রকাশিত : জানুয়ারি ১৯, ২০২৬
আপডেট: জানুয়ারি ১৯, ২০২৬
প্রকাশিত : জানুয়ারি ১৯, ২০২৬

তারেক রহমানের অনুরোধে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন হাজী ইয়াছিন

শাহাজাদা এমরান, কুমিল্লা: বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দল মনোনয়ন না দেওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং গণসংযোগও শুরু করেছিলাম। কিন্তু, আমাদের নেতা দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাকে কিছুদিন আগে ডেকেছিলেন। ডেকে তিনি একটা কথাই বললেন, ইয়াছিন সাহেব, আপনি দলের দীর্ঘদিনের সহযাত্রী, আগেও নির্বাচন করেছিলেন অনেকবার, আমি আপনাদের সবার সহযোগিতা চাই। আমার আপনাদের প্রয়োজন৷আপনি কুমিল্লার ৬টি আসনের নির্বাচনী সমন্বয়কের দায়িত্ব পালন করুন৷আমি দল করি, দলের আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য। তাই আমি সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি৷আর নির্বাচনে অংশ নিতে যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি, সেটি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি৷

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে নগরীর বাদুরতলাস্থ ধর্মসাগর দিঘির পাড়ের নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি।

এসময় সংবাদ সম্মেলনে হাজী ইয়াছিন আরো বলেন, আমি গত ৩৪ বছর ধরে বিএনপির রাজনীতি করছি৷আমি দলের গুরুত্বপূর্ণ একটি দায়িত্বেও রয়েছি। নির্বাচন একটি দলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সময়৷দলের আদর্শ বাস্তবায়ন করতে হলে দলকে ক্ষমতায় যেতে হয়। আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গিয়েছেন খুব বেশি দিন হয়নি। দলে এখন শূন্যতা তৈরী হয়েছে ও দল এখন সংকটময় সময় পার করছে। দলের সকল দায়িত্ব এখন আমাদের শ্রদ্ধেয় নেতা তারেক রহমানের উপর। আগামী নির্বাচন হবে অত্যন্ত চ্যালেঞ্জিং। আমরা সকলে মিলে ৩১ দফা সফল করার লক্ষ্যে কাজ করে যাব। দল আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি যেন সেই দায়িত্ব সঠিকভাবে পালন করে কুমিল্লার আমার অধীনে ছয়টি আসনে ধানের শীষের জয়জয়কার করতে পারি।

এসময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপি'র চেয়ারপারসনের আরেক উপদেষ্টা ও আসন্ন নির্বাচনে কুমিল্লা-৬ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মনিরুল হক চৌধুরী, জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা-৫ আসনের ধানের শীষের প্রার্থী জসিম উদ্দিন, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমির, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক আহবায়ক শওকত আলী বকুল, জেলা যুবদলের আহ্বায়ক হাজী আনোয়ারুল হক, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, সাবেক সভাপতি এড. আলী আক্তাছসহ আরো অনেকে।

এদিকে, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির পরিচ্ছন্ন নেতা হিসেবে পরিচিত হাজী ইয়াছিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাহার করায় এর ইতিবাচক প্রভাব ফেলবে দক্ষিণ জেলার ৬টি সংসদীয় আসনে। সচেতন মহলের দাবি, সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নির্বাচনী মাঠে এখন সুবাতাস বইবে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram