

হিলি প্রতিনিধি: দেশে চালের বাজার স্থিতিশীল রাখতে বেসরকারি পর্যায়ে আবারও ২ লাখ টন চাল আমদানির অনুমোদন দিয়েছে সরকার। মোট ২৩২ জন আমদানিকারককে এ বরাদ্দ দেয়া হয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আমদানিকৃত চাল আগামী ১০ মার্চের মধ্যে দেশে আনতে হবে। এর আগেও গতবছর বেশ কয়েক দফায় বেসরকারি পর্যায়ে চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছিল।
হিলি স্থলবন্দরের আমদানিকারকরা বলছেন, দেশে চালের দাম বেড়ে যাওয়ায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে প্রতি কেজি শম্পা জাতের চিকন চাল ৭০ থেকে ৭১ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চাল আমদানি শুরু হলে কেজি প্রতি ৫-৬ টাকা কমে আসবে বলেও তারা মনে করনে।

