ঢাকা
৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১০:০১
প্রকাশিত : ডিসেম্বর ৮, ২০২৫
আপডেট: ডিসেম্বর ৮, ২০২৫
প্রকাশিত : ডিসেম্বর ৮, ২০২৫

স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর প্রায়োরিটি ক্লায়েন্টরা স্বাস্থ্যসেবায় পাচ্ছে আরও সুবিধা

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ সম্প্রতি আইএইচএইচ হেলথকেয়ার এবং সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের সাথে যৌথভাবে স্বাস্থসেবা বিষয়ক একটি সেমিনার আয়োজন করে। ‘প্রায়োরিটি ক্লায়েন্ট হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং সেমিনার’ শিরোনামে রাজধানীর লেকশোর হোটেলে এই সেশনটি অনুষ্ঠিত হয়। সেমিনারে ব্যাংকটির প্রায়োরিটি ক্লায়েন্ট ও অতিথিদের সুস্বাস্থ্য, সুস্থতা এবং দীর্ঘায়ু নিয়ে তথ্যবহুল আলোচনা করা হয়।

এই অনুষ্ঠানের মাধ্যমে ব্যাংকের নির্দিষ্ট গ্রাহকদের জন্য উন্নত স্বাস্থ্যসেবার সুবিধা চালু করা হয়, যার ফলে তারা আন্তর্জাতিক মানের চিকিৎসা ও স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। এই সহযোগিতার ফলে স্ট্যান্ডার্ড চার্টার্ডের বিশেষ গ্রাহকরা এখন বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, নির্দিষ্ট মেডিকেল প্যাকেজ ও অন্যান্য ভর্তি-সংক্রান্ত প্যাকেজে বিশাল ছাড়সহ বিভিন্ন উন্নত স্বাস্থসেবা সুবিধা উপভোগ করতে পারবেন।

উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ এক্সিকিউটিভ অফিসার, নাসের এজাজ বিজয়; হেড অব ওয়েলথ অ্যান্ড রিটেল ব্যাংকিং, লুৎফুল হাবিব; এবং হেড অব প্রায়োরিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট, ফয়সাল হক। মাউন্ট এলিজাবেথ হাসপাতালের পক্ষ থেকে ছিলেন কার্ডিয়াক ইলেক্ট্রোফিজিওলজিস্ট ড. পিপিন কোদোজোজো; এবং হাসপাতাল অর্চার্ড-এর ডিরেক্টর অব অপারেশনস লিম জুনি। এছাড়াও, আইএইচএইচ হেলথকেয়ার সিঙ্গাপুরের কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ, চীন, মায়ানমার) জ্যাক তান; এবং আইএইচএইচ হেলথকেয়ার বাংলাদেশ অফিসের ডিরেক্টর, জাহিদ হাসান খানও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ অফিসার নাসের এজাজ বিজয় বলেন, “স্ট্যান্ডার্ড চার্টার্ডে আমরা আমাদের বিশেষ গ্রাহকদের জন্য সেবার পরিসর ক্রমশ বাড়াচ্ছি, ব্যাংকিংয়ের গণ্ডির বাইরে গিয়ে স্বাস্থ্য ও মানসিক শান্তির দিকটিকেও গুরুত্ব দিচ্ছি। আইএইচএইচ হেলথকেয়ারের মাধ্যমে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা গর্বিত। আমাদের এই নতুন উদ্যোগের মাধ্যমে গ্রাহকরা কোনো অপ্রত্যাশিত মুহূর্তের সম্মুখীন হলেও বিশ্বমানের স্বাস্থ্যসেবা তাদের নাগালের মধ্যে পাবেন।“

সেমিনারে ড. পিপিন কোদোজোজো ‘২০২৫ সালে হৃদরোগ প্রতিরোধ ও চিকিৎসার স্মার্ট উপায় সমূহ’ শিরোনামে তাঁর মূল বক্তৃতা প্রদান করেন। তাঁর বক্তব্যে তিনি হৃদযন্ত্রের স্বাস্থ্য ও হৃদরোগের প্রতিরোধমূলক চিকিৎসার আধুনিক উপায়গুলি তুলে ধরেন। তিনি হৃদরোগের সাধারণ ঝুঁকি, আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রাথমিক শনাক্তকরণের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আইএইচএইচ হেলথকেয়ার বাংলাদেশ অফিসের ডিরেক্টর জাহিদ হাসান খান বলেন, “রোগীর সুস্থতাই আইএইচএইচ হেলথকেয়ার-এর সর্বোচ্চ অগ্রাধিকার। মাউন্ট এলিজাবেথ ও গ্লেনইগলসের বিশ্বস্ত চিকিৎসা অভিজ্ঞতার ভিত্তিতে আমরা প্রতিটি রোগীকে সহানুভূতির সাথে সর্বোচ্চ মানের সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সঙ্গে এই অংশীদারিত্বের ফলে ব্যাংকের নির্দিষ্ট গ্রাহকরা বিশেষ সুবিধা পাবেন, যা তাদের চিকিৎসা প্রক্রিয়াকে আরও সুবিধাজনক ও সহজ করে তুলবে।”

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ পূর্বেও তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন স্বাস্থ্যসেবা সুবিধা প্রদান করেছে। আইএইচএইচ হেলথকেয়ার এবং মাউন্ট এলিজাবেথ হাসপাতালের সাথে এই নতুন সহযোগিতা ব্যাংকের গ্রাহকদের সুস্থতা নিশ্চিত করতে তাদের প্রতিশ্রুতি আরও সুদৃঢ় করেছে। আর্থিক সমাধানের পাশাপাশি স্বাস্থ্যসেবার বিশেষ সুবিধা নিশ্চিত করে, ব্যাংকটি তার গ্রাহকদের আরও স্থিতিশীল ভবিষ্যৎ গড়তে সহায়তা করছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram