

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে।
নিহত যুবক হচ্ছে, রাজশাহী জেলার তানোর উপজেলার চৈতপুর গ্রামের আমিনুল ইসলাম হায়দারের ছেলে আসাদুজ্জামান রুবেল (২৫)।
নাচোল থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার সময় নাচোল উপজেলার নেজামপুর-হাটবাকইল সড়কের বাঁশবাড়িয়া নামক স্থানে ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হলে ঘটনাস্থলে রুবেল গুরুতর আহত হয়। পরে এলাকাবাসী আহত ব্যক্তিকে নাচোল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, ঘটনার সময়ই ভ্যানচালক ভ্যানটি রেখে পালিয়ে যায়। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

