

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মো. সামসুজ্জোহা খানের মনোনয়ন বাতিলের দাবিতে আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন দলটির একাংশের নেতাকর্মী।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরের সামনে আসনটির দুই উপজেলার বিএনপির সাধারণ ভোটার ও সর্বস্তরের জনগণের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
এ সময় পৌর বিএনপির সাবেক আহবায়ক নুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পত্নীতলা উপজেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র আনোয়ার হোসেন, ধামইরহাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আখরাজুল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক দেওয়ান ফেরদৌস খান, ভিপি আবু তাহের মন্টু, যুবদলের সাবেক আহবায়ক রুহুল আমিন, পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক রেজুয়ান হোসেন রঞ্জু, সাবেক যুবদল নেতা আজমল হোসেন চৌধুরী শাহান, সাবেক আহবায়ক সদস্য আমজাদ হোসেন প্রমুখ।
মানববন্ধনে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আখরাজুল ইসলাম চৌধুরী বলেন, নওগাঁ-২ তথা ধামইরহাট-পত্নীতলা আসনটি বিএনপি সমর্থিত একটি আসন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় নেতারা আসনটিতে যে প্রার্থীকে প্রাথমিক মনোনয়ন দিয়েছেন তাতে করে আসনটি জামায়াত এর হাতে তুলে দেয়া হয়েছে। আমরা দীর্ঘবছর যারা রাজপথে লড়াই সংগ্রাম করেছি পলাতক সরকারের সময়ে মামলা খেয়েছি ঘর ছাড়া হয়েছি আমরা এই আসনি বিএনপিকে উপহার দিতে প্রাথমিক মনোনীত প্রার্থী বদলে নতুন প্রার্থীকে চূড়ান্ত মনোনয়ন দিতে দলের নিকট আহবান জানাচ্ছি।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর সারাদেশে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করে বিএনপি। এর মধ্যে নওগাঁ-২ আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন এই আসনের সাবেক সংসদ সদস্য মো. সামসুজ্জোহা খাঁনকে। তিন এই আসনে দীর্ঘ তিন বার সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

