

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ভারত যদি আমাদের বন্ধু হতো, তাহলে নরহত্যাকারী, গুম ও বিচারবহির্ভূত হত্যার দায়ীরা, যারা বিনা ভোটে অন্যায়ভাবে ১৫ বছর ক্ষমতা দখল করেছে- তাদের আশ্রয় দিত না। বরং বাংলাদেশের কাছে ফেরত দিত।
আজ বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সরকারি মডেল হাইস্কুল মাঠে বিএনপি আয়োজিত সমাবেশে একথা বলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ।
তিনি আরও বলেন, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, বিভ্রান্তি ছড়াচ্ছে, তারা জনগণের বন্ধু নয়। জামায়াত এখন মুনাফিক তৈরির কারখানায় পরিণত হয়েছে- এদেশের মানুষ তা বুঝে গেছে।
পদ্মা নদীতে ন্যায্য পানি বণ্টনের দাবিতে আয়োজিত এই সমাবেশ রূপ নেয় নির্বাচনী জনসভায়ও। ‘চলো জি ভাই, হাঁরঘে পদ্মা বাঁচাই- পদ্মা বাঁচাতে আমরা ঐক্য গড়ি’ স্লোগানে মুখরিত হয় পুরো মাঠ।
শিবগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপি আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক। প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ শাহজাহান মিয়া।
বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ আমিনুল ইসলাম।
এ সময় বক্তারা নদী ও পানি সম্পদ সংরক্ষণ, ন্যায্য পানি বণ্টন, নদীর অবৈধ দখল রোধ এবং স্থানীয় মানুষের জীবিকাকে টিকিয়ে রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
এর আগে দুপুরের পর থেকেই শিবগঞ্জ সরকারি মডেল হাইস্কুল মাঠে নেতাকর্মীদের ঢল নামে। ধানের শীষের স্লোগান, মিছিল ও জাতীয় পতাকায় মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ। যা বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে সমাবেশস্থল পরিণত হয় জনসমুদ্রে।

