

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বুধবার সকালে মসজিদের ফ্লোর থেকে এক অজ্ঞাত ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার সকালে উপজেলার দুপ্তরা ইউনিয়নের কালিবাড়ি বাজার জামে মসজিদের দ্বিতীয় তলার বাহিরের ফ্লোর থেকে এই লাশটি উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় শনাক্ত হয়নি।
পুলিশ জানায়, আমরা সংবাদ পেয়ে ওইখানে গিয়ে লাশটি উদ্ধার করি। লাশের ডান পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। প্রত্যক্ষদর্শীরা ওই ব্যক্তির পায়ের আঘাতের চিহ্ন দেখে জানান ২/১ দিন পূর্বেই কে বা কারা তাকে কোন কারনে হত্যা করে ফেলে রেখে গেছেন।
আড়াইহাজার থানার ওসি তদন্ত সাইফউদ্দিন জানান, লাশটি উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে এই মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

