

সাতক্ষীরার তালায় হাজরাকাটি বাজারে অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোররাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, পাঁচটি দোকান পুড়ে ছাই হয়েছে। দুটি দোকান আংশিক পুড়েছে। এগুলোর মধ্যে দুটি মিষ্টি ও বাকিসব চায়ের দোকান। দোকানে গ্যাস সিলিন্ডার ও চুলার ওপরে কাঠ ছিল। কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি দোকানীদের।
তালা থানার ওসি মাঈনুদ্দীন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুলার আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে।

