

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে প্রবাসফেরত এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হওয়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বহিষ্কারপত্রে জানানো হয়, নৈতিক স্খলনজনিত অপরাধের অভিযোগে রাজু আহমেদকে প্রাথমিক সদস্যসহ দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন সিদ্ধান্তটি অনুমোদন করেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তাঁর কোনো অপকর্মের দায়ভার দল নেবে না এবং নেতাকর্মীদের তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার সকালে বাড়িতে একা পেয়ে এক নারীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে—অভিযোগে ওই নারী বাদী হয়ে বিরামপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। বুধবার বেলা দুইটার দিকে পৌর শহরের অবসর সিনেমা হল মোড় এলাকা থেকে রাজুকে গ্রেপ্তার করে পুলিশ।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক জানান, গ্রেপ্তারের পর রাজুকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিরামপুর পৌর যুবদলের আহ্বায়ক তসলিম উদ্দিন মণ্ডল বলেন, মামলায় গ্রেপ্তারের পর দলীয় গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় কমিটি তাঁকে বহিষ্কার করেছে।

