

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল ফকির (৩০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার এগোরেটার দিকে উপজেলার গোড়াখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি খাজুরা গ্রামের আলী ফকিরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঝুলে থাকা বৈদ্যুতিক মিটারের সার্ভিস লাইনের তার রশি দিয়ে উপরে তুলছিলেন। এ সময় অসাবধানতাবশত সার্ভিস তার শরীরে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুয়াকাটা তুলাতলী ২০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, নিহত ব্যক্তির পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

