ওয়াশিংটনের হোয়াইট হাউসে দেয়া এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বর্তমানে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্পর্ক ‘খুবই ভালো’। তবে তিনি এও দাবি করেন যে চীন ইতিমধ্যেই অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে। মঙ্গলবার (১৩ মে) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।
ট্রাম্প বলেন, ‘আমরা চীনকে ক্ষতি করতে চাইনি, কিন্তু তারা ইতোমধ্যেই উল্লেখযোগ্য ক্ষতির শিকার হয়েছে।ইতোমধ্যে, চীনের কারখানাগুলো বন্ধ হয়ে গিয়েছে। এছাড়াও অর্থনৈতিক অস্থিরতার কারণে বেইজিং এখন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিতে পৌঁছাতে আগ্রহী।
এদিকে, সম্প্রতি সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা শেষে উভয় পক্ষ ৯০ দিনের জন্য একে অপরের উপর আরোপিত শুল্ক হ্রাসে সম্মত হয়েছে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্টিভেন ম্যনুচিন জানিয়েছেন, এই সময়ের মধ্যে উভয় দেশই বর্তমান শুল্কের হার প্রায় ১১৫ শতাংশ কমিয়ে আনবে।
উল্লেখ্য, গত জানুয়ারিতে ট্রাম্প প্রশাসন চীনা পণ্যের উপর ১৪৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়ার পর এটিই ছিল দুই দেশের মধ্যে প্রথম বড় ধরনের কূটনৈতিক আলোচনা।