ঢাকা
১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বিকাল ৩:১০
প্রকাশিত : নভেম্বর ১১, ২০২৪
আপডেট: নভেম্বর ১১, ২০২৪
প্রকাশিত : নভেম্বর ১১, ২০২৪

পুতিনের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ, যুদ্ধ কি থামছে?

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১০ নভেম্বর) ওয়াশিংটনের পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

খবরে বলা হয়েছে, ট্রাম্প পুতিনকে আহ্বান জানিয়েছেন যে তিনি যেন ইউক্রেন যুদ্ধ আর না বাড়ান। গত বৃহস্পতিবার ফ্লোরিডার নিজ বাসভবন মার-এ-লাগো থেকে পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন ট্রাম্প।

তবে ওয়াশিংটন ও কিয়েভের পক্ষ থেকে এই রিপোর্ট নিয়ে নিশ্চিত করে কিছু বলা হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প পুতিনকে ইউক্রেন যুদ্ধের মাত্রা কমানোর আহ্বান জানিয়েছেন।

এই রিপোর্ট নিয়ে ট্রাম্পের প্রতিনিধিদের কাছে জানতে চাওয়া হলে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

তবে পুতিনের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ হয়েছে- বিষয়টি সম্পর্কে জ্ঞাত নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট বলেছে, ট্রাম্প পুতিনকে ইউরোপে আমেরিকার বিশাল সামরিক উপস্থিতির কথা মনে করিয়ে দিয়েছেন।

এ ছাড়া রিপোর্টে বলা হয়েছে, শিগগিরই ইউক্রেনের যুদ্ধ সমাধানের বিষয়ে আলোচনা করার জন্য আরও কথোপকথনে আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প।

এর আগে গত বুধবার ট্রাম্পের সঙ্গে কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ট্রাম্প-জেলেনস্কির ফোনালাপের সময় সেইদিন যোগ দিয়েছিলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক।

জেলেনস্কি সেইদিনের ফোনালাপকে চমৎকার হিসেবে উল্লেখ করে বলেছেন, তিনি এবং ট্রাম্প ঘনিষ্ঠ সংলাপ বজায় রাখতে এবং সহযোগিতাকে এগিয়ে নিতে সম্মত হয়েছেন।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৯৮৯ দিন ধরে চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুইপক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।

তবে নির্বাচনি প্রচারণার সময় ট্রাম্প বলেছিলেন, ক্ষমতায় গেলে নিমিষেই ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন তিনি। তারই প্রেক্ষিতে হয়তো পুতিনের সঙ্গে কথা বললেন ট্রাম্প। এখন দেখার বিষয় এই যুদ্ধ কবে থামছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1840 474666 +880 1736 786915, 
+880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online), news.bdsangbad@gmail.com (print), ads.bdsangbad@gmail.com (adv) 
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram