‘মুসাফির’ সিনেমার মাধ্যমে ঢালিউডে আত্মপ্রকাশ করেছিলেন মারজান জেনিফা। আশিকুর রহমান পরিচালিত ‘মুসাফির’ সিনেমা দিয়ে তার রুপালি পর্দায় অভিষেক হয়। সেখানে তার সহশিল্পী ছিলেন চিত্রনায়ক আরিফিন শুভ। সিনেমাটি দর্শকপ্রিয়তা পায় এবং অভিনয় দিয়ে সাড়া ফেলেন মারজান জেনিফাও।
অভিনয় থেকে দূরে থাকলেও বর্তমানে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান এমজে ফ্যাশন, মারজান জেনিফা: দ্য ফ্যাশন লাউঞ্জ নিয়ে ব্যস্ত সময় পার করছেন মুসাফির খ্যাত এই নায়িকা।
গতকাল ১৬ ডিসেম্বর রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে লেভেল# ৫, ব্লক# ডি, দোকান নং# ৯১ “এমজে ফ্যাশন এন্ড লাইফস্টাইল নামে একটি নতুন শো-রুমের উদ্বোধন করেন তিনি। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠান শুরু করা হয়। শো-রুমে ছেলেদের সকল ধরনের জিনিস পাওয়া যাবে।“এমজে ফ্যাশন এন্ড লাইফস্টাইলের স্বত্বাধিকারী মারজান জেনিফা বলেন, আমার অনেক দিন থেকেই ইচ্ছা ছিল ছেলেদের ফ্যাশন নিয়ে কাজ কারার তাছাড়া ছেলেদের একটা অভিযোগ থাকে আমি ছেলেদের ফ্যাশন নিয়ে কেন কাজ করিনা মুলত এই জন্য আমার ক্ষুদ্র প্রচেষ্টা। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করতে পারি। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. জোবায়ের আলমসহ আরো অনেকে।
উল্লেখ্য যে, রাজধানীর গুলশানের কনকর্ড পুলিশ প্লাজা ও চট্টগ্রামের আমিন সেন্টারে ‘মারজান জেনিফা: দ্য ফ্যাশন লাউঞ্জ’ এর শো- রুম রয়েছে।