

জাহিদুল ইসলাম রিফাত, জবি সংবাদদাতা: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে আজ থেকে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এতদ্বারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ইনস্টিটিউট/বিভাগের শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫-এর নির্বাচনী তফসিলের ক্রম-৬ অনুযায়ী আগামী ১৩ নভেম্বর, ১৬ নভেম্বর ও ১৭ নভেম্বর বৃহস্পতিবার, রবিবার ও সোমবার মনোনয়ন পত্র সংগ্রহ করা যাবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের মনোনয়ন পত্র শহিদ সাজিদ ভবনের নিচ তলা, পরিবহন অফিসের পাশে জকসু নির্বাচন কমিশন কার্যালয় থেকে সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত এবং হল শিক্ষার্থী সংসদের মনোনয়ন পত্র নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল-এর অফিস কক্ষ থেকে সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সংগ্রহ করা যাবে। কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের মনোনয়ন পত্রের মূল্য তিনশত টাকা এবং হল শিক্ষার্থী সংসদের মনোনয়ন পত্রের মূল্য দুইশত পঞ্চাশ টাকা নির্ধারণ করা হয়েছে।

