

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (আরইউসিসি) তত্ত্বাবধানে দুই দিনব্যাপী আয়োজিত হতে যাচ্ছে ৯ম আরইউসিসি জব ফেয়ার ২০২৫। সোমবার (১০ নভেম্বর) বিকাল ৩ টায় সিরাজী ভবনের সিসিডিসি গ্যালারিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনের সভাপতি প্রান্ত বড়ুয়া।
সংবাদ বিজ্ঞপ্তি পাঠকালে সভাপতি প্রান্ত বড়ুয়া বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার কাউন্সিলিং ডেভেলপমেন্ট সেন্টার এর সংযুক্তে এবং রাকসুর সার্বিক সহযোগিতায় আগামী ১৯ এবং ২০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এই জব ফেয়ার অনুষ্ঠিত হবে। এবারের জব ফেয়ারে অংশ নিচ্ছে বিকাশ, আপন গ্রুপ, আনোয়ার গ্রুপ, প্রাইম ব্যংক, প্রান আর এফ এল, ইস্পাহানি লিমিটেডে, ব্র্যাক, আরং, ম্যারিকো বাংলাদেশসহ দেশের বিভিন্ন কর্পোরেট, বহুজাতিক প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্টার্টআপ কোম্পানি সমূহ তো থাকছে।
তিনি আরও বলেন, জব ফেয়ার শিক্ষার্থীদের জন্য একটি বাস্তবমুখী প্ল্যাটফর্ম। এখানে তারা সরাসরি বিভিন্ন প্রতিষ্ঠানের HR ও প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে পারবে, সিভি জমা দিতে পারবে, ক্যারিয়ার বিষয়ে দিকনির্দেশনা নিতে পারবে এবং অনেকে অন-স্পট ভাইভায়ও অংশ নিতে পারবেন।
আইকিউএইসি পরিচালক অধ্যাপক মনিমুল হক বলেন, ছাত্রদেরকে তাদের কর্মসংস্থানের সম্পর্কে সচেতন ও সুযোগ সুবিধা তৈরি করে দেওয়াই আমাদের উদ্দেশ্য। এর আগে ৮টি জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। এবং শিক্ষার্থীরা বিভিন্ন পর্যায়ে চাকরির সুযোগও পেয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নিজের প্রতিষ্ঠানে বসেই এমন সুবিধা শুরু মাত্র ক্যারিয়ার ক্লাবই প্রদান করেছে।
সিসিডিসি পরিচালক অধ্যাপক নুরুল মোমেন বলেন, আগের বছর প্রায় ৩ হাজার সিভি জমা পড়েছিল। আমরা আশা করছি এবার আরো বেশি সংখ্যক অংশগ্রহণ দেখতে পাবো। এবং তারা তাদের দক্ষতা অনুযায়ী বিভিন্ন বিভাগে কাজ করার সুযোগ পাবেন বলেও আশাবাদী।
এছাড়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপদেষ্টা সহকারী অধ্যাপক ড. জহুরুল আনিস, সংগঠনটির সাধারণ সম্পাদক তানজিলা আক্তার, যুগ্ম-সম্পাদক জসিম উদ্দিন ও রাকসু সদস্য তোফা।

