

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: ইসলাম ও আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়ার তিল্লি ইউনিয়নের বাউল সম্রাট মহারাজ আবুল সরকারকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার ভোররাতে মাদারীপুরে এক গানের অনুষ্ঠান চলাকালে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, গত ৪ অক্টোবর মানিকগঞ্জের ঘিওর উপজেলায় আয়োজিত এক গানের আসরে আবুল সরকার ইসলাম ধর্ম এবং আল্লাহর সৃষ্টিকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করেন। তার গানের মাধ্যমে তিনি ভক্তদের উদ্দেশ্যে বলেন যে, আল্লাহর সৃষ্টি নিয়ে কোনো আগা মাথা নেই এবং আল্লাহ চারবার সৃষ্টির কথা বলেছেন। তিনি একটি আয়াতের ভুল ব্যাখ্যা করে বাংলায় অনুবাদ করে ভক্তদের কাছে দাবি করেন, আল্লাহর কথার কোনো গোঁহা মাথা পাই না। এক মুখে কয় কথা কয়। তার এই মন্তব্যে ধর্মপ্রাণ মুসলিমদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।
আবুল সরকারের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে সকাল থেকেই তার বিচারের দাবিতে মানিকগঞ্জ আদালত চত্বরে বিভিন্ন সংগঠন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। মানিকগঞ্জের আলেম-ওলামা, তৌহিদী জনতা এবং ধর্মপ্রাণ মুসল্লিরা এতে অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, আবুল সরকার আল্লাহর কোরআনের আয়াত বা সূরা ভুলভাবে পাঠ করেন এবং সেগুলোর ভুল ব্যাখ্যা দিয়ে ভক্তদের সামনে গানের মাধ্যমে উপস্থাপন করে থাকেন। তারা আরও অভিযোগ করেন যে, তিনি নিজেকে পীর হিসেবে দাবি করে সাধারণ ভক্তদের ভুল পথে চালিত করছেন।
ইসলাম ও আল্লাহকে নিয়ে কটূক্তি করার ঘটনাটি নিয়ে গত কয়েকদিন ধরেই স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে তীব্র আলোচনা ও ক্ষোভ বিরাজ করছিল এবং তারা তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছিলেন। বিষয়টি নজরে আসার পর ডিবি পুলিশ বৃহস্পতিবার ভোররাতে তাকে মাদারীপুর থেকে গ্রেপ্তার করে মানিকগঞ্জ ডিবি কার্যালয়ে নিয়ে আসে।
এ বিষয়ে মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ইসলাম অবমাননার অভিযোগে ঘিওর থানায় একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার ভোরে মাদারীপুর থেকে আবুল সরকারকে আটক করে মানিকগঞ্জ ডিবি কার্যালয়ে আনা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। বিজ্ঞ আদালত তাকে জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে।

