ঢাকা
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:৫২
প্রকাশিত : নভেম্বর ১০, ২০২৫
আপডেট: নভেম্বর ১০, ২০২৫
প্রকাশিত : নভেম্বর ১০, ২০২৫

সুন্দরবনে ট্রলার ও বিপুল পরিমাণ হরিণ ধরার ফাঁদসহ ৫ জেলে আটক

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: পূর্ব সুন্দরবনের নিষিদ্ধ এলাকায় মাছ ধরার অপরাধে একটি ট্রলারসহ পাঁচ জেলেকে আটক করেছেন বনরক্ষীরা। সোমবার (১০ নভেম্বর) দুপুরে শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য এলাকার গাতার খাল থেকে তাদেরকে আটক করা হয়।

আটক জেলেরা হলেন, বায়জিদ হোসেন, রেজাউল ইসলাম, শহিদুল ইসলাম, আলামিন ও মুন্না। এদের সবার বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার রুহিতা গ্রামে।

অপরদিকে, কটকার কস্তুরির খাল এলাকা থেকে বিপুল পরিমাণ হরিণ ধরা ফাঁদ, তিন বোতল কীটনাশক, বরফ ও হরিণ শিকারের বিভিন্ন সরঞ্জামসহ একটি নৌকা জব্দ করা হয়েছে। শরণখোলা স্টেশন কর্মকতার নেতৃত্বে পৃথক এই অভিযান পরিচালিত হয়।

শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. খলিলুর রহমান জানান, গোপন সংবাদের মাধ্যমে অভয়ারণ্যে মৎস্য আহরণ এবং হরিণ শিকারের খবর পেয়ে পৃথক এই অভিযান চালানো হয়। এসময় পাঁচ জেলেকে আটক করা গেলেও হরিণ শিকারিরা টের পেয়ে পালিয়ে যায়। পলাতক শিকারিদের ধরতে অভিযান চলছে। এছাড়া আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram