

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের নয়াপাড়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে পুত্রের হাতে পিতা খুনের ঘটনা ঘটেছে।
রবিবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটের সময় এ ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে জানা গেছে। নিহতের নাম আহমেদ হোসেন (৫২), তিনি ওই এলাকার মৃত জলিল বক্সের ছেলে। অভিযুক্ত পুত্রের নাম রিয়াদ হোসেন (২২)।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন রাতে তুচ্ছ বিষয় নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রিয়াদ ছুরি দিয়ে পিতার গলার ডান পাশে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে পরিবারের সদস্যরা আহমেদ হোসেনকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের মৃতদেহ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
এ ঘটনায় পুলিশ জানায়, অভিযুক্ত পুত্র রিয়াদ হোসেনকে গ্রেফতারের জন্য অভিযান চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

