ঢাকা
১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ৮:৪১
প্রকাশিত : সেপ্টেম্বর ১২, ২০২৫
আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৫
প্রকাশিত : সেপ্টেম্বর ১২, ২০২৫

বিএনপি সন্ত্রাস ও সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করে না: ড. মঈন খান

তারেক পাঠান, পলাশ (নরসিংদী) প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি সন্ত্রাস, সংঘাত আর লুটপাটের রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপি আইনের শাসনে বিশ্বাস করে। জণগণের অধিকার, জবাব দিহিতা ও আইনের শাসন প্রতিষ্ঠিত করাই বিএনপির একমাত্র লক্ষ্য।

তিনি আজ শুক্রবার (১২ সেপ্টেম্ব) বিকেলে নরসিংদীর পলাশে গাজারিয়া ইউনিয়নের তালতলী নামার বাজারে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এসময় ড. আব্দুল মঈন খান বলেন, দীর্ঘ ১৫ বছর আওয়ামী লীগ দেশে উন্নয়নের নামে লুটপাট চালিয়েছে। তাদের লুটপাটে দেশ একটি ধ্বংসস্তুপে পরিণত হয়েছিল। উন্নয়নের নামে টাকা বরাদ্ধ নিয়েছে, সাইনবোর্ড লাগিয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে তারা কোন কাজ করেনি, করেছে শুধু লুটপাট।

এসময় মঈন খান আরো বলেন, একটি দেশের উন্নতির জন্য শুধু শহর উন্নত করলেই হবে না, গ্রামগুলোও উন্নত করতে হবে। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি গ্রাম উন্নয়নে বিএনপি কাজ করবে বলেও জানান তিনি।

এসময় পথ সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি এম এ সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দি ভূইয়া মিল্টন, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, গজারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেন ভূইয়া শামিম, পলাশ থানা ছাত্রদলের আহবায়ক নাজমুল হোসেন সোহেল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পাপনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram