মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে হাঁস নিয়ে কথা কাটাকাটির জেরে এক বৃদ্ধকে গলা টিপে হত্যায় অভিযুক্ত যুবক জাকারিয়া জাহেদকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী গ্রামের শেখ হামিদ মুহুরী বাড়ীর ফয়েজ উল্ল্যাহর পুত্র।
বুধবার (৭ মে) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার দিন মঙ্গলবার রাতে চট্টগ্রাম শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মিরসরাই উপজেলার ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী গ্রামের শেখ হামিদ মুহুরী বাড়ির বাসিন্দা ফজলুল করিমের একটি হাঁস গত রবিবার একই বাড়ীর ফয়েজ উল্ল্যাহ ধরে নিয়ে গিয়ে আটকে রাখেন। সোমবার বিকেলে ফজলুল করিমের স্ত্রী ফয়েজ উল্ল্যাহর ঘর থেকে হাঁসটি নিয়ে আসেন। এ নিয়ে মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার সময় ফজলুল করিমের সঙ্গে ফয়েজ উল্ল্যাহর ছেলে জাকারিয়া জাহেদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জাকারিয়া জাহেদ ফজলুল করিমের গলা টিপে ধরলে তিনি অচেতন হয়ে পড়েন। তখন তাঁকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের ছেলে রিজভী করিম মিতু বাদী হয়ে জাকারিয়া জাহেদকে একমাত্র আসামি করে মিরসরাই থানায় একটি হত্যা মামলা (নম্বর ৭) দায়ের করেন।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘মায়ানীতে মঙ্গলবার সকালে হাঁস নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ফজলুল করিম নামে এক বৃদ্ধকে গলা টিপে হত্যা করা হয়। নিহতের ছেলে বাদী হয়ে একজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলা দায়েরের ১২ ঘন্টার মধ্যে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়। বুধবার সকালে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।’