ঢাকা
৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
ভোর ৫:১৫
প্রকাশিত : এপ্রিল ৩, ২০২৫
আপডেট: এপ্রিল ৩, ২০২৫
প্রকাশিত : এপ্রিল ৩, ২০২৫

ঈদের ছুটিতে ১০ জেলায় সংঘর্ষ-হামলা, নিহত ২

ঈদের ছুটিতে দেশের ১০ জেলায় সংঘর্ষ-হামলায় দুই জন নিহত ও তিন শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষ চলাকালে অনেক জায়গায় বাড়িঘর-গাড়িতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কোথাও আধিপত্য বিস্তার ও জমি-ঘেরের দখল নিয়ে, আবার কোথাও গাড়ি পার্কিং, ফুটবল খেলা, বাজি ফোটানো ও সিগারেট পান নিয়ে এসব সংঘর্ষের সূত্রপাত।

যশোর অফিস: ঈদের রাতে বাজি ফোটানোকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে অলিদ হোসেন নামে এক যুবক খুন হয়েছে। আহত হয়েছে আরো চার জন। সোমবার রাত ৮টার দিকে সদর উপজেলার বিরামপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে কোতোয়ালি থানায় পাঁচ জনের নামে মামলা করেছেন। এর মধ্যে চার আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

কালিয়া (নড়াইল): ঈদের আগের দিন রবিবার ইফতারের আগে উপজেলার পেরলি ইউনিয়নের জামরিলডাঙ্গা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে তালেব শেখ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১০ জন। নিহত তালেব শেখ ঐ এলাকার মৃত ইন্তাজ শেখের ছেলে। মোটরসাইকেল পার্কিং নিয়ে কথা কাটাকাটির জের ধরে গ্রামের লস্কর ও শেখ বংশের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।

শ্রীমঙ্গল (মৌলভীবাজার): শহরের হবিগঞ্জ সড়কের গদার বাজারে টমটম পার্কিং নিয়ে দুই পক্ষের সংঘর্ষে শ্রীমঙ্গল চৌমুহনা ও তার আশপাশ রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ সংঘর্ষ থামাতে ৫৬ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। রবিবার রাত ১১টা থেকে রাত ২টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ চলাকালে মার্কেট করতে আসা লোকজন ও পথচারীসহ অর্ধশত লোক আহত হয়েছে। এ ঘটনায় ১৫টি টমটম, একটি প্রাইভেট কার ভাঙচুর করার খবর পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধুসহ ১৪ জনকে আটক করেছে সেনাবাহিনী।

হাজীগঞ্জ (চাঁদপুর): উপজেলার রান্ধুনীমুড়া এলাকায় সিগারেট পান করাকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে দুই পাড়ার মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ঈদের পরদিন মঙ্গলবার দিবাগত রাতে রান্ধুনীমুড়া এলাকার পশ্চিম ও পূর্ব পাড়ার মধ্যে রাত ১০টা থেকে শুরু হওয়া এ সংঘর্ষ চলে রাত সাড়ে ১২টা পর্যন্ত।

ব্রাহ্মণবাড়িয়া: জেলার কসবা ও নাসিরনগরে পৃথক সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলার কসবা উপজেলার নয়নপুর রাবেয়া মান্নান ভুইয়া উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করে সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান পক্ষের নেতাকর্মীরা। তবে অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতাকে অতিথি করা হয়েছে বলে অভিযোগ তুলেন জেলা বিএনপির সদস্য কবির আহমদ ভূঁইয়ার পক্ষের নেতাকর্মীরা। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও পরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। এছাড়া বিকালে জেলার নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামে মালেক গোষ্ঠী ও ইউসুফ গোষ্ঠীর মধ্যে ফুটবল খেলায় বাধা দেওয়াকে কেন্দ্র করে ঘণ্টাব্যাপী সংঘর্ষে ১৫ জন আহত হন।

নেত্রকোনা: জেলার খালিয়াজুরি ও কেন্দুয়ায় পৃথক স্থানে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৮৫ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এক জনকে ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে কয়েক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল বুধবার দুপুরে জেলার খালিয়াজুরি উপজেলার পাঁচহাট বড়হাটি গ্রামে বোরো জমিতে পানি সেচ দেওয়াকে কেন্দ্র করে ইউপি সদস্য হারুল মিয়া ও মোশারফ হোসেনের লোকজনের মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়।

চাটমোহর (পাবনা): মঙ্গলবার বিকালে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের ধানকুনিয়া উত্তরপাড়ায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে বিবদমান দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ৩০ জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

গোয়াইনঘাট (সিলেট): উপজেলার নবগঠিত বিছনাকান্দি ইউনিয়নে ফুটবল খেলাকে কেন্দ্র করে স্থানীয় ভিতরগুল ও লামার দমদমিয়া গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। সোমবার সকালে ঈদুল ফিতরের নামাজের পর দমদমিয়া গ্রামের দুর্ঘামারা বিলের পাড়ে এ ঘটনা ঘটে।

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ): উপজেলার শিমুলবাক ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে খাস জমিতে ধান শুকানোর খলা তৈরিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

কোটালীপাড়া (গোপালগঞ্জ): উপজেলার হিরণ ইউনিয়নের বর্ষাপাড়া গ্রামে মাছের ঘের কাটা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও গোপালগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1840 474666 +880 1736 786915, 
+880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online), news.bdsangbad@gmail.com (print), ads.bdsangbad@gmail.com (adv) 
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram