ঢাকা
১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ৪:৫০
প্রকাশিত : সেপ্টেম্বর ৬, ২০২৪
আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২৪
প্রকাশিত : সেপ্টেম্বর ৬, ২০২৪

এস আলমের গাড়ি উদ্ধার, বিএনপি নেতা মঞ্জু আটক

চট্টগ্রামের জামালখান এলাকার একটি কার পার্কিং থেকে এস আলম গ্রুপের বিলাসবহুল গাড়ি উদ্ধারের ঘটনায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মঞ্জুরুল আলম চৌধুরী আটক হয়েছেন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে তাকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল।

এর আগে বুধবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০টার দিকে জামালখানের ‘সানমার বিল্ডিং’ নামের একটি ভবন থেকে একটি গাড়ি জব্দ করে পুলিশ। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর চট্ট-মেট্রো-ঘ-১১-৫৩৪৪। গাড়িটি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটিতে (বিআরটিএ) এস আলম গ্রুপের একটি প্রতিষ্ঠানের নামে নিবন্ধিত।

সূত্রে জানা গেছে, গাড়িটি এস আলম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সোনালী লজিস্টিকসের নামে নিবন্ধিত। এটির রেজিস্ট্রেশনের সময় ঠিকানা উল্লেখ করা হয়েছে নগরের আসাদগঞ্জ এলাকার এস আলম গ্রুপের মালিকানাধীন একটি ভবনের।

সূত্র জানিয়েছে, ওই ভবনে এস আলমের আরও দুটি গাড়ি ছিল। অভিযানের বিষয়ে আঁচ করতে পেরে গাড়ি গুলো দ্রুত সরিয়ে ফেলা হয়। 

সুত্রমতে, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল ইসলাম মাসুদের পিএস আকিজ উদ্দিনের সাথে মুঠোফোনে কথোপকথনের বিষয়ে জানার পর পটিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সরিয়ে নেয়া হয়। গত ২৯ আগস্ট এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের পরিবারের ব্যবহৃত ১৪টি বিলাসবহুল গাড়ি সরিয়ে নিতে সহায়তার অভিযোগ উঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা তিন বিএনপি নেতার বিরুদ্ধে। পরে তিনজনের পদ স্থগিত করে বিএনপি। বিলুপ্ত ঘোষণা করা হয় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটিও।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1840 474666 +880 1736 786915, 
+880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online), news.bdsangbad@gmail.com (print), ads.bdsangbad@gmail.com (adv) 
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram