কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে পৃথক স্থান থেকে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫আগস্ট) ভোরে উপজেলার ফুকরা ইউনিয়নের তারাইল গ্রামের একটি ডোবা ও সাফলীডাঙ্গা গজারিয়াপাড়া গ্রামের একটি কাশবনের মধ্য থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহত শিশুরা হলো- তারাইল গ্রামের সচীন বিশ্বাসের ছেলে ১৬ দিন বয়সী অর্ণব বিশ্বাস ও গজারিয়াপাড়া গ্রামের তাপস টিকাদারের ছেলে অপূর্ব টিকাদার (৪)।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. জিল্লুর রহমান জানান, বুধবার দুপুরে মা মাধুরী বিশ্বাস তার ১৬ দিন বয়সী শিশু অর্ণব বিশ্বাসকে ঘরে রেখে বাহিরে টিউবওয়েলে গোসলে যান। ফিরে এসে দেখেন অর্ণব নেই। পরে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। ওই দিন সন্ধ্যায় অর্ণবের বাবা সচীন বিশ্বাসের মুঠোফোনে অজ্ঞাতনামা একটি নম্বর থেকে কল আসে। সে সময় সন্তানকে ফিরে পেতে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। তাৎক্ষণিক ১০ হাজার টাকা পাঠালেও অর্ণবকে ফেরত দেয়নি। এ ঘটনায় কাশিয়ানী থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি। পরের দিন ভোরে পাশের একটি ডোবা থেকে অর্ণবের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।
তিনি আরও জানান, বৃহস্পতিবার বিকেলে অপূর্ব নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। রাত ১০টার দিকে গ্রামের একটি বালুর মাঠের কাশবনের মধ্যে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।