ঢাকা
১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৩০
প্রকাশিত : জুলাই ১২, ২০২৪
আপডেট: জুলাই ১২, ২০২৪
প্রকাশিত : জুলাই ১২, ২০২৪

কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার

মোহাম্মদ সাইফুল ইসলাম, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী থেকে ক্ষতবিক্ষত অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১২ জুলাই) সকালে কটিয়াদী পৌর এলাকার হালুয়াপাড়া গ্রামের ধানের মাঠ থেকে ক্ষতবিক্ষত মরদেহটি উদ্ধার করা হয়।

কটিয়াদী মডেল থানার পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্ত করা গেছে। নিহতের নাম স্মৃতি আক্তার (২৪)৷ তিনি বাগরাইট গ্রামের মানিক মিয়ার মেয়ে এবং কাতার প্রবাসী মোঃ আমিন ভূঁইয়ার স্ত্রী। স্বামীর বাড়ি পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা স্মৃতির পিতার বাড়ির কাছেই হালুয়া পাড়ায় ফসলি জমিতে তাকে হত্যা করে ফেলে যায়। সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে কটিয়াদী মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) সুজন চন্দ্র সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ জানান, সংবাদ পেয়ে ফসলের জমি থেকে ক্ষতবিক্ষত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে৷ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্ততি চলছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1840 474666 +880 1736 786915, 
+880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online), news.bdsangbad@gmail.com (print), ads.bdsangbad@gmail.com (adv) 
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram