ঢাকা
১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৫২
প্রকাশিত : জানুয়ারি ১১, ২০২৬
আপডেট: জানুয়ারি ১১, ২০২৬
প্রকাশিত : জানুয়ারি ১১, ২০২৬

ব্রীজ নির্মাণের জন্য সয়েল টেস্ট, তৃতীয় দিনের মতো নির্গমন হচ্ছে গ্যাস

ছায়েদ আহামেদ, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়া উপজেলায় ব্রিজ নির্মাণের জন্য সয়েল টেস্ট করতে গিয়ে মাটির নিচ থেকে তৃতীয় দিনের মতো আজও নির্গমন হচ্ছে গ্যাস। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার চরকিং ইউনিয়নের ভৈরব বাজার সংলগ্ন খাল পাড়ে। যা এখনো অব্যাহত রয়েছে।

উপজেলা এলজিইডি দপ্তর ও প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, বিশ্বব্যাংকের অর্থায়ন ও এলজিইডি'র বাস্তবায়নে হেলফ প্রকল্পের আওতায় ৪৫ মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজ নির্মাণের কাজ পেয়েছেন ঠিকাদার সাইফুল ইসলাম শেখ। ব্রিজ নির্মাণের প্রস্তুতি হিসেবে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে ওই স্থানে প্রায় ১২০ ফুট গভীরে সয়েল টেস্ট সম্পন্ন করেন ঠিকাদারের শ্রমিকরা। কাজ শেষ করে তারা স্থান ত্যাগ করার পরদিন শুক্রবার বিকেলে হঠাৎ ওই স্থান থেকে গ্যাস বের হতে দেখা যায়। এতে এলাকায় ব্যাপক কৌতুহলের সৃষ্টি হয়।

স্থানীয় ভৈরব বাজারের ব্যবসায়ী আমজাদ হোসেন জানান, মাটি টেস্ট করার পরদিন থেকে ওই ছিদ্র দিয়ে গ্যাস বের হতে থাকে। যা এখনো বের হচ্ছে।

বিদ্যুৎ নামের স্থানীয় আরেকজন বলেন, বোরিং শেষে পাইপ তুলে নিয়ে যাওয়ার পর ওই ছিদ্র দিয়ে গ্যাস বের হচ্ছে। ছেলেপেলেরা তাতে আগুন জ্বালিয়ে দিয়েছে। দুর্ঘটনার ভয়ে রাতের বেলা ওই স্থানে ইট দিয়ে চাপা দিয়ে রাখা হয়।

হাতিয়া উপজেলা এলজিইডি প্রকৌশলী এমদাদুল হক জানান, অনেকসময় প্রাকৃতিক গ্যাস মাটির নিচে পকেট বা বুদবুদ আকারে থাকতে পারে। সেখান থেকে এ গ্যাস নির্গত হতে পারে। বিষয়টি দ্রুত বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)-কে অবগত করা হবে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram