

কেরানীগঞ্জ প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক ও গণতন্ত্রের মা, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি স্বৈরাচারবিরোধী আন্দোলনে আপসহীন নেতৃত্ব দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর দৃঢ়তা, সাহস এবং ত্যাগ দেশের রাজনৈতিক ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি, ঢাকা-২ আসনের ধানের শীষের মনোনীত প্রাথী আলহাজ্ব আমান উল্লাহ আমান।
আজ রবিবার (১১ জানুয়ারি) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার বাস্তা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনের কঠিন সময়ে বেগম খালেদা জিয়া জনগণের পক্ষে দাঁড়িয়ে নির্ভীক নেতৃত্ব দিয়েছেন। নানা প্রতিকূলতা, রাজনৈতিক নিপীড়ন ও নির্যাতনের মুখেও তিনি কখনো আপসের পথে হাঁটেননি। বরং বারবার নির্যাতিত হয়েও দেশের গণতন্ত্র রক্ষার প্রশ্নে তিনি অবিচল থেকেছেন এবং মাথা নত করেননি।
দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাস্তা ইউনিয়ন বিএনপি সভাপতি ফিরোজ মিয়া, বাস্তা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি কবির হোসেন, বাস্তা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার আহমেদ রুবেল, বাস্তা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি রনি আহমেদ, এখলাছ মিয়া, বিপ্লব হোসেন, তৌহিদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

