

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথবাহিনীর অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী নাইমকে ৩ সহযোগীসহ গ্রেফতার করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাতে সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের সোনারগাাঁ আর্মি ক্যাম্পের নেতৃত্বে থাকা সদস্যরা এবং আড়াইহাজার থানা পুলিশের এস আই ফরিদের নেতৃত্বে থানা পুলিশের একটি দলের যৌথ অভিযানে তাদেরকে গ্রেফতার ও ওই সমস্ত দ্রব্যাদি উদ্ধার করা হয়।
অভিযানে গ্রেফতারকৃতদের নিয়ন্ত্রণে থাকা দুটি দেশীয় পিস্তল, ৩ রাউন্ড রাইফেলের এ্যামোনিশন, ১ রাউন্ড কার্তুজ, ১৩ টি বিভিন্ন ধরণের ধারালো অস্ত্র, ১০৫ পিস ইয়াবা, এলকোহল, নগদ ১৬ লাখ ৯০ হাজার টাকা এবং ৫টি এন্ড্রয়েড মোবাইল ফোনসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছেন, উপজেলার ধন্দী ভিটি কামালদী এলাকার মৃত শহিদুল হকের ছেলে শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট নাইম ওরফে ল্যাংড়া নাইম (৩৮), তার স্ত্রী রুনা আক্তার (৩৫), মতিনের ছেলে সুমন (৩০) এবং প্রভাকরদী এলাকার আরজু ভূঁইয়ার পুত্র রুবেল ভূঁইয়া (৩৩)। তাদেরকে আড়াইহাজার থানায় সোপর্দ করা হয়েছে।
এ ব্যাপারে সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের সোনারগাঁও আর্মি ক্যাম্পের অধীনস্থ ক্যাপ্টন তৌফিক আহমেদ রোববার দুপুরে আড়াইহাজার থানায় ব্রিফিং দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় ক্যাপটেন নিলয়, নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার (গ অঞ্চল) মেহেদী ইসলাম ও আড়াইহাজার থানার ওসি মোঃ
আলাউদ্দিন উপস্থিত ছিলেন।

