ঢাকা
১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ৮:০১
প্রকাশিত : ডিসেম্বর ১৫, ২০২৫
আপডেট: ডিসেম্বর ১৫, ২০২৫
প্রকাশিত : ডিসেম্বর ১৫, ২০২৫

বাংলাদেশ গলফ ফেডারেশনের সাথে ভিভো বাংলাদেশের অংশীদারিত্ব

বাংলাদেশ গলফ ফেডারেশনের আয়োজিত ৩৯তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ পাওয়ার পার্টনার হিসেবে যুক্ত হচ্ছে শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড ভিভো। দেশের ক্রীড়া অঙ্গনে আন্তর্জাতিক মান বজায় রাখার প্রয়াসে এটি একটি কৌশলগত অংশীদারিত্ব।

বাংলাদেশ গলফ ফেডারেশনের আয়োজনে ১৬ থেকে ১৯ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশসহ অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল ও ভুটান- মোট ৮ টি দেশ থেকে গলফাররা এই টুর্নার্মেন্টে অংশগ্রহণ করবে। যা, ক্রীড়াজগতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত।

এই টুর্নামেন্টে ভিভোর সর্বাধুনিক ফ্ল্যাগশিপ স্মার্টফোন এক্স৩০০ প্রো প্রদর্শন করা হবে। শুধু প্রদর্শন ই নয় আয়োজনজুড়ে ভিভো এক্স৩০০ প্রো ব্যবহারের মাধ্যমে ইভেন্টে চলাকালীন প্রতিযোগিতার বিভিন্ন মুহূর্ত, বিশেষ হাইলাইট ও ভিজ্যুয়াল অভিজ্ঞতা ধারণ করা হবে। বিশেষ করে ভিভো এক্স৩০০ প্রো এর ২০০ মেগাপিক্সেলের জাইস এপিও টেলিফটো লেন্স দূরবর্তী অ্যাকশনেও কতটুকু সূক্ষ্ম ডিটেইল ধরে রাখতে পারে তাই দেখা যাবে এই টুর্নামেন্টে। পাশাপাশি, জাইসের সাথে তৈরী ২.৩৫এক্স টেলিফটো এক্সটেন্ডার কিট দিয়েও টুর্নামেন্টের অংশ কভার করা হবে। এই কিট ২০০ মিমি টেলিফটো রেঞ্জ পর্যন্ত কভার করতে পারে। এই টুর্নামেন্টে এক্স৩০০প্রো এর শক্তিশালি ক্যামেরা, ফ্ল্যাগশিপ পারফরম্যান্স ও প্রিমিয়াম অবস্থানকে তুলে ধরবে।

দেশের গলফ অঙ্গনে ৩৯তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি স্থানীয় খেলোয়াড়দের উন্নয়নে ভূমিকা রাখতে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে তুলে ধরতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাওয়ার পার্টনার হিসেবে ভিভো বাংলাদেশ এই উদ্যোগে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ক্রীড়া মানোন্নয়ন এবং তরুণ প্রতিভা বিকাশে তাদের অবস্থান আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করছে।

ভিভো বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশ গলফ ফেডারেশন আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজন ও খেলোয়াড়দের দক্ষতা উন্নয়নে এগিয়ে যাবে। এই সহযোগিতা দেশের ক্রীড়া সংস্কৃতিকে সমৃদ্ধ করবে এবং তরুণ প্রতিভাদের বৈশ্বিক অঙ্গনে অংশগ্রহণে উৎসাহ যোগাবে।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram