ঢাকা
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:৪৯
প্রকাশিত : নভেম্বর ২৪, ২০২৫
আপডেট: নভেম্বর ২৪, ২০২৫
প্রকাশিত : নভেম্বর ২৪, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের পদ্মার চরে স্কুলছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার দুই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নে পদ্মার দুর্গম চরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে চলছে সমালোচনার ঝড়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ বলছে, এই ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন এবং তিন আসামীর দুইজনকে এরইমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, শিবগঞ্জ উপজেলার মনাকষা গ্রামের লুৎফল রহমানের ছেলে ইমন আলী ও একই গ্রামের মুকিমের ছেলে নয়ন।

মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) এস এম শাকিল হাসান জানান, ধর্ষণের ঘটনাটি চলতি বছরের এপ্রিল (৬) মাসের। ওই শিক্ষার্থীর সঙ্গে আসামী নয়নের প্রেমের সর্ম্পক ছিলো। সর্ম্পকের সূত্র ধরে ওই শিক্ষার্থীকে নৌকায় করে পদ্মার চরে ঘুরতে নিয়ে যায় প্রেমিক নয়ন। পরে সেখানে তাকে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও করে নয়ন।

তদন্ত ওসি জানান, ‘ওই শিক্ষার্থী শিবগঞ্জ উপজেলার একটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। প্রথমে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার আইনের আশ্রয় না নিয়ে ঘটনাটি চেপে যায়। পরবর্তীতে ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে চলতি মাসের ১০ নভেম্বর তারিখে মামলা দায়ের করেন ভুক্তভোগীর পরিবার। পরে ওইদিনই ইমন ও নয়নকে ঢাকা থেকে গ্রেফতার করে পুলিশ। তবে অপর আসামী জাহাঙ্গীর পলাতক রয়েছে।’

ওসি শাকিল হাসান বলেন, ‘গ্রেফতারকৃত দুইজন আসামী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।’

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ জানান, পুলিশ মূল আসামীদের গ্রেফতার করেছে। কিন্তু তার আগেই ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। তিনি বলেন, ছড়িয়ে পড়া ভিডিও নিয়ন্ত্রণ করা কষ্টসাধ্য হলেও; এরই মধ্যে পুলিশের সাইবার টিম সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে ভিডিওটি ছড়ানো রোধে ব্যবস্থা গ্রহণে কাজ করছে। ’

তিনি আরও বলেন, ‘যেহেতু আসামীরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে; সেহেতু আশা করছি ভুক্তভোগী ন্যায় বিচার পাবেন।’

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram