

কক্সবাজার প্রতিনিধি: মহান সশস্ত্র বাহিনী দিবস আজ যথাযোগ্য মর্যাদায় উদ্যাপিত হলো রামু সেনানিবাসে। ১৯৭১ সালের ২১ নভেম্বর মুক্তিবাহিনীর সম্মিলিত আক্রমণের মধ্য দিয়ে স্বাধীনতা যুদ্ধ নতুন গতি পায়—দিনটি স্মরণে আয়োজিত হয় মনোমুগ্ধকর সংবর্ধনা অনুষ্ঠান।
অতিথিদের অভ্যর্থনা জানান জিওসি ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম, এনডিইউ, পিএসসি, পিএইচডি।
স্বাগত ভাষণে প্রধান অতিথি কক্সবাজার অঞ্চলের মানুষের অসীম সাহসিকতা ও মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। তিনি বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, দেশের প্রতিটি দুর্যোগ, সন্ত্রাস দমন ও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সামরিক-বেসামরিক কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

