

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে (শুক্রবার) বিকেল ৪টায় বোনের বিয়ে। বোনকে লাল শাড়ী পরিয়ে শ্বশুরবাড়ীতে বিদায় করার আগেই সাদা কাফনে জড়িয়ে চিরবিদায় নিয়েছে ভাই রোহেল (১৯)। মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনা কেড়ে নিয়েছে বিয়ে বাড়ীর সকল আনন্দ। আনন্দঘন বিয়ে বাড়ীর পরিবেশ মুহুর্তেই পরিণত হয় বিষাদে।
ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার ছোট ফাউসা দেওয়ানপাড়া এলাকায় শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৭.৩০ টায়। নিহত রোহেল ওই গ্রামের হানিফার ছেলে।
জানা গেছে, শুক্রবার তার বোন আশা মনির বিয়ে। সকাল বেলা বিয়ের বাকী থাকা সওদা আনার জন্য মোটরসাইকেল যোগে বাড়ী থেকে আড়াইহাজার বাজারে যাচ্ছিল সে। পথে নরসিংদী-মদনগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নোয়াপাড়া এলাকায় দ্রুতগামী পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষে তার মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং রোহেল ঘটনাস্থলেই নিহত হয়। রোহেল বেঁচে আছে এই আশায় স্থানীরা তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
রোহেলের মৃত্যুর সংবাদ তার বাড়ীতে পৌঁছলে মুহুর্তেই বিয়ে বাড়ীর সকল আনন্দ মাটি হয়ে যায়। বিয়ে বাড়ী পরিণত হয় এক অন্ধকার বিষাদে। আজ শুক্রবার বিকেলে তার বোন আনিশা মনির বিয়ের অনুষ্ঠান হবে ঠিকই। বোন চলে যাবে লাল বেনারশী গায়ে জড়িয়ে শ্বশুরবাড়ীতে। তার আগেই নিহত ভাই রোহেলকে সাদা কাফনে জড়িয়ে দুপুর ২টায় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করার কথা রয়েছে। আপন বোনের বিয়ের দিনে রোহলের মর্মান্তিক মৃত্যুতে সাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসছে।

