

স্টাফ রিপোর্টার, কুমিল্লা: খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আরিয়ান (২২ মাস) ও নাদিয়া (২১ মাস) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের সিরামপুর গ্রামে। তথ্যটি বিকেলে নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম মডেল থানার উপ পরিদর্শক মোঃ সাইদুর রহমান।
স্থানীয় সূত্রে জানা গেছে, আরিয়ানের বাবা সালা উদ্দিন ও সাদিয়ার বাবা আহসান দুইজন আপন ভাই। তারা দুইজনে ওমান প্রবাসী। বৃহস্পতিবার দুপুরে আরিয়ানের মা ফাহিমা ও সাদিয়ার মা নাদিয়া তাদের দুই কন্যা সন্তানকে নাস্তা করিয়ে উঠানে খেলতে দিয়ে দুপুরে রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েন। খেলার ছলে দুইজন বাড়ীর গেইট পার হয়ে বের যান। পরে প্রতিবেশী নাছরিন আক্তার নামে এই নারী দুই শিশুর লাশ বাড়ীর পাশে পুকুরে ভাসতে দেখে তাদের অভিভাবককে খবর দেন। স্থানীয়দের সহায়তার তাদের কে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কতর্ব্যরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষনা করেন।
চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্স এর উপ-সহকারী মেডিকেল অফিসার রবিউল হাসান জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে। পুকুরের পানিতে ডুবে অতিরিক্ত পানি খাওয়ার কারণে তাদের মৃত্যু হয়।
প্রতিবেশী নাছরিন আক্তার জানান, দুই শিশুর ঘর আমার পার্শ্ববর্তী ঘর থেকে বের হয়ে আমি রাস্তায় গিয়ে দেখি পুকুরে আরিয়ান ও সাদিয়ার লাশ ভাসছে। এই সময় তাদের ঘরে এসে দেখি তাদের দুইজনের মা রান্নার কাজে ব্যস্ত রয়েছেন। ধারণা করা হচ্ছে, খেলার যে কোন সময় অভিভাবকদের অগোচরে বের হয়ে ঘরের পাশ্বে পুকুরে পড়ে যায়। অতিরিক্ত পানি খাওয়ার কারণে তাদের মৃত্যু হয়।
নিহতদের চাচা মোছলেম মিয়া বলেন, খেলার ছলে হঠাৎ করে দুই শিশু পানিতে পড়ে কিছুক্ষণ পর ভেসে উঠে। আমরা টের পেয়ে তাদেরকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক সাইদুর রহমান বলেন, সিরামপুর গ্রামটি চৌদ্দগ্রামের পার্শ্ববর্তী হওয়ায় স্থানীয়রা পুকুরে পড়া দুই শিশুকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কতর্ব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। দুই শিশুর পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

