

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের গোপালপুর নামক এলাকায় বিজিবি অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ৪৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক করেছে।
৫৩ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, বুধবার সকাল ৭ টার সময় ৫৩ বিজিবি’র মনাকষা বিওপি’র একটি টহলদল গোপালপুর নামক এলাকায় সন্দেহভাজন ২ জনকে চ্যালেঞ্জ করলে তারা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা মটরসাইকেলে থাকা একটি ব্যাগ তল্লাশী করে ভারতীয় নেশাজাতীয় ৪৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক করে। এ ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে শিবগঞ্জ থানায় জিডি করা হয়েছে।

